সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২১
যেভাবে ইংরেজিতে বড় বড় বাক্য গঠন ও অর্থ বুঝা যাবে।
Circumstantial clauses এর অর্থ বুঝা ও বাক্য গঠন।
Clause শুরু করতে কিছু place, time ও conditional subordinators ব্যবহার করা যেতে পারে এবং clause টি বিভিন্ন পরিস্থিতির সাধারন অর্থ প্রকাশ করে।এ ধরনের ক্ষেত্রে subordinators where, wherever, when,whenever এবং if একটার পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায়।
Ex: Finally, when straw is combined with manure and composted, it can be spread on to the land to return fertility to the farm.
( সব শেষে যখন খড় সারের সাথে মেশানো হয় এবং প্রস্তুত করা হয়, এটাকে তখন কৃষি জমির উর্বরতা ফিরিয়ে আনতে জমির উপর ছড়িয়ে দেয়া যেতে পারে)
Avoid vigorous evening exercise if possible, as the increased adrenaline it produces may cause sleep problems, so try to take exercise in the morning or up to late afternoon.
Avoid vigorous evening exercise ( কঠিন সন্ধ্যাকালীন ব্যয়াম এড়িয়ে চলুন।
if possible ( if it is possible)যদি সম্ভব হয়।
# it produces( এটা উৎপন্ন করে)
# as the increased adrenaline may cause sleep problems( যেহেতু এড্রিনেলাইন বৃদ্ধি ঘুমের সমস্যা ঘটাতে পারে।
# try to take exercise in the morning or up to late afternoon.( সকালে অথবা শেষ বিকালে ব্যায়াম
করার চেষ্টা করুন)
এই পাচটি clause নিয়ে একটি বড় বাক্য।অনেক গুলো subordinate clause সহ এটি একটি compound sentence.
এবার একসাথে অনুবাদ করব।
সম্ভব হলে সান্ধ্যকালীন ব্যায়াম এড়িয়ে চলুন যেহেতু এটা এড্রিনেলাইন উৎপাদন বৃদ্ধি করে যা ঘুমের সমস্যা ঘটাতে পারে, তাই সকালে অথবা শেষ বিকালে ব্যায়াম করার চেষ্টা করুন।
#
মাসুদুল আলম
সহকারী অধ্যাপক
শ্রীমঙ্গল সরকারি কলেজ
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D