সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ হাট বাজারের

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ হাট বাজারের

।।|| গোলাম ফরিদা ছন্দা ||।। ঢাকা, ২৪ জুন ২০২১ : এক মাস হয়ে গেলো কোন পোস্ট করতে পারছি না! আপনারাই বলুন কেমন অস্বস্তি হয়? ফাঁকে ফাঁকে বসে লাইক কমেন্টস করেছি। কিন্তু সময় পাচ্ছিলাম না …! অবশেষে হলো ।যাইহোক ,কেমন আছেন উই বন্ধুরা? এক ঈদ গিয়ে তো আরেক ঈদ চলে এলো প্রায়। নিশ্চয়ই সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ হাট বাজারের। আমিও একটু একটু সময় বের করে প্রস্তুত হচ্ছি।

তবে আজকের পোস্ট ঈদ নিয়ে নয়। বর্ষার ঘনঘটা নিয়ে।
আজি ঝর ঝর মুখর বাদল দিনে ,জানিনে জানিনে ….🌧🌧
বৃষ্টি ,ঝর্না আর রঙধনু কেমন যেন আপন আপন লাগে না? বৃষ্টি যতো বাড়ে ঝর্নাও ততই  ঝিরঝির শব্দে উত্তাল হয়। আর বৃষ্টি থামে তো আকাশে রঙধনু ওঠে ……💦💦🌧🌦🌈🌈
আমার আজকের শাড়ি টাঙ্গাইলের ঝর্ণা শাড়ি আর রঙধনুর মতো পঞ্চরঙ শাড়ি।
আমার যে কী ভালো লেগেছে ! যেই না একটি নিয়ে গায়ে তুলেছি  অমনি শুনছি নানা রকম সৌন্দর্য কথন। বিশ্বাস না হলে আপনারাই দেখুন…
আর পঞ্চরঙ বা পাঁচরঙ শাড়িটি পড়েছিল মিডিয়া বন্ধু, ছোটবোন উর্মিলা শ্রাবন্তী কর । দেখুন ভালো লাগে কিনা।
আমি জানি ভালো লাগবে কারন অবশ্যই আমাদের মনের একটা মিল আছে। কারন We are We ❤❤
ভালোবাসা রইলো সবার জন্য।  নিরাপদে থাকুন সুস্থ থাকুন ।
আমি গোলাম ফরিদা ছন্দা Golam Farida Chhonda
স্বত্বাধিকারী
🌺রূপসী নন্দিনী
শাড়িতে নারী🌺

👉এই পন্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে যাচাই করেই এর পরিচিতি পোস্ট করেছি।এই পন্যের দায়ভার আমারই। এর ক্রয় বিক্রয়ের সংগে কোন ভাবেই ‘উই’ কর্তৃপক্ষ সম্পৃক্ত নয়। তাই “উই” কর্তৃপক্ষ এর কোন দায়ভারও বহন করে না👈