১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র

স্পোর্টস প্রতিবেদক | বুদাপেস্ট (হাঙ্গেরি), ০১ জুলাই ২০২১ : অভিমন্যু মিশ্র নিশ্চিত করেই এক বিস্ময় বালক। যে বয়সে প্রাইমারি পেরিয়ে মাধ্যমিক শুরুর কথা তার সেই বয়সে করলেন বিশ্ব জয়। সবাইকে চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী কিশোর। ইতিহাস গড়ে দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার হলেন তিনি।

অভিমন্যু এবার ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিলেন। ২০০২ সালে কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মাত্র ১২ বছর ৭ মাস বয়সে। এরপর কেটে গেছে ১৯ বছর। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিমন্যু। গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।
বুদাপেস্টে গত বুধবার এই রেকর্ড গড়েন তিনি। এদিন কালো ঘুঁটি নিয়ে তিনি হারান ভারতের ১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। আগেই তার পথ ধরে ২৫০০ হতেই গড়েন অনন্য কীর্তি। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টার বনে যান এই দাবাড়ু।
১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ায় অভিমন্যু মিশ্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ