সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০২ জুলাই ২০২১ : “ইয়োগার পরিপূর্ণ প্রয়োগ মানুষকে তার ভেতরের সুপ্ত অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারে।” লাখাইছড়া চা বাগান মাঠে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শরীর, মন ও মেধার উন্নয়নে যোগব্যায়ামের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে গিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিতের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুদর্শন শীল এসব কথা বলেন।
সোমবার (২১ জুন ২০২১) শ্রীমঙ্গল ইয়োগা একাডেমি সংক্ষিপ্ত আকারে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করে। এবছর যোগ দিবসের থিম হলো “Yoga at Home and Yoga with Family”.
Assistant High Commission of India, Sylhet এর পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ইয়োগা একাডেমির পরিচালক কৃষাণ ভুমিজ।
শেষে শ্রীমঙ্গল ইয়োগা একাডেমি’র প্রশিক্ষণার্থীরা সিদ্ধাসন,
পবনমুক্তাসন, উত্থানপদাসন, ভুজংগাসন, অর্ধকুর্মাসন, বজ্রাসন, উৎকটাসন, বৃক্ষাসন, বীরভদ্রাসন,পদহস্থাসন, ত্রিকোণাসন প্রভৃতি আসন প্রদর্শন করেন। এ অনুষ্ঠানে কৃষাণ ভৌমিক, ঊর্মিলা ভৌমিক, শিউলি কুর্মী, ধলেশ্বরী বাউরি, লোকেমনী বাউরি, মিতু গোয়ালা, শাপলা কুর্মী, গয়না সাঁওতাল, শিল্পী কুর্মী, লাবনী কুর্মী, রূপালী কুর্মী, বিনা কুর্মী ও সিমনী মৃধা এসব আসন প্রদর্শনে অংশগ্রহণ করে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D