পণ্য যার ডিসক্লেইমার তার

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

পণ্য যার ডিসক্লেইমার তার

। | লায়লা শারমিন |। ঢাকা, ০৫ জুলাই ২০২১ : আমরা রিভিউ দেয়ার সময় বিড়ম্বনায় পড়ি।

রিভিউ পোষ্টে ডিসক্লেইমার দিবো?
আপনি কারো পণ্য নিয়ে রিভিউ দিচ্ছেন, তখন তো সে পণ্যের দায়ভার আপনার না।আপনি ব্যবহার করে উপকৃত হয়েছেন,সন্তুষ্টি প্রকাশের জন্য রিভিউ দিয়েছেন।
তাই অন্যের পণ্যের গুনগত মানের দায়ভার আপনি কেন নেবেন?
তবে আপনি যখন রিভিউ দেয়ার পর, সেই পোষ্টেই নিজের পন্য নিয়েও লিখবেন তখন ডিসক্লেইমারটি দিবেন।
অন্যদিকে,যখন আপনার পণ্যের রিভিউ পেয়ে সেটা শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি ডিসক্লেইমার দিবেন।
কারণ পন্যটি তখন আপনার।
আশা করছি রিভিউয়ের জন্য ডিসক্লেইমার বিভ্রান্তি দুরীভূত হবে।

Layla Sarmeen
ডিরেক্টর, ওয়ার্কিং কমিটি।
উইমেন এন্ড ই-কর্মাস,উই।

এ সংক্রান্ত আরও সংবাদ