স্বপ্ন পূরণের রাস্তা যখন উই ❤️

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

স্বপ্ন পূরণের রাস্তা যখন উই ❤️

।| ফারজানা আক্তার হাসি |। উই জেলা সহ প্রতিনিধি, সিরাজগঞ্জ; ০৫ জুলাই ২০২১ : উইতে যুক্ত হবার পর থেকে অনেক কিছু শিখেছি। ভুল থেকেই শিখেছি বেশি। কিভাবে নিজেকে এবং নিজের পণ্যকে প্রেজেন্ট করতে হবে। কিভাবে পোস্ট দিলে তা রিচ হবে ইত্যাদি সব টেকনিক উই থেকেই শিখা।

মানুষ দেখেই শিখে। আমিও দেখে দেখেই শিখেছি। সবার পোস্ট পড়ি এবং নিজের পোস্ট লিখার দক্ষতা অর্জন করি।
তাই সবাই না বুঝে কমেন্ট করবেন না। এতে আপনাদেরই ক্ষতি কারন আপনি নতুন কিছু শিখা থেকে বঞ্চিত হচ্ছেন।
বেশি বেশি একটিভ থাকুন এবং নিজেদের বিজনেস দক্ষতা বাড়ান। এতে করে নিজেই নিজের ফল পাবেন এবং স্বপ্ন পূরণের রাস্তা পেয়ে যাবেন উই থেকে।🥰

এ সংক্রান্ত আরও সংবাদ