সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১
।| সোমা বিশ্বাস |। যশোর, ০৭ জুলাই ২০২১ : রোজার উই হাট বাজারে সব থেকে বেশি মন খারাপ ছিলো আমার। কারণ আমার কোনো প্রোডাক্ট রেডি ছিলো না। 🥺
কিন্তু কুরবানীর হাট বাজারে আমি একদম কোমর বেঁধে তৈরি আছি। 😁😁 এবার সত্যিই অনেক বেশি এক্সাইটেড। 🥰🥰 দুই মাস আগেও আমি কেমন হতাশাগ্রস্ত হয়ে ছিলাম। নাড়ু বানানো বন্ধ করে দিতে হয়েছে বাধ্য হয়ে। অনেক ভেঙ্গে পড়েছিলাম তখন।
কি দিয়ে কি শুরু করবো কিছুই মাথায় আসছিলো না। উই হাটবাজারের তখন তৃতীয় দিন কোনো কিছু না ভেবেই কিছু হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি নিয়ে কাজ শুরু করি। ( যদিও হ্যান্ড পেইন্ট কাপড় নিয়ে অনেক দিন ধরে আইডিয়া নিয়েছি)।
তারে আগে দুইমাস মত আমার কোনো পন্য শো করতে পারি নি। কিন্তু সেই সময় গুলো একদম নষ্ট করি নি। পুরোদমে উই তে এক্টিভ থেকেছি। পারসোনাল ব্রান্ডিং তৈরি করেছি।
পারসোনাল ব্রান্ডিং তৈরি করতে পারলে অনলাইনে ছাইও বিক্রি হবে।
আমি আসলেই উই থেকে পারসোনাল ব্রান্ডিং করতে সক্ষম হয়েছি। তাই তো পাঞ্জাবি নিয়ে কন্টেন্ট লেখার দুইদিনের ভিতর ২৫টা পাঞ্জাবির অর্ডার পাই🥰🥰 সেই ধারা এখনো চলছে। সবার আশির্বাদে অর্ডার যেন আর শেষই হয় না। 🥰🥰
আসলে উই এর একজন প্রতিনিধি হিসাবে নিজেকে গর্বিত মনে হয়। 🥰🥰 Nasima Aktar আপু ভাগ্য পরিবর্তন যে এভাবেই হয় তা আপনার উই তে না আসলে কোনোদিন জানতে পারতাম না। 🥰🥰
কাজ করছি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি, কু্র্তি, শাড়ি, ব্লাউজ পিস নিয়ে।
সহজেলা প্রতিনিধি, যশোর
পেইজ: শতভূজা
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D