হ্যান্ড পেইন্টের পোশাক নিয়ে অনেকে প্রশ্ন করে যে রং উঠে যাবে নাতো?

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

হ্যান্ড পেইন্টের পোশাক নিয়ে অনেকে প্রশ্ন করে যে রং উঠে যাবে নাতো?

।| নওশিন নাওয়াল |। জামালপুর, ০৭ জুলাই ২০২১ : হ্যান্ড পেইন্টের পোশাক নিয়ে বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকে প্রশ্ন করে যে রং উঠে যাবে নাতো ? বা নষ্ট হয়ে যাবে নাতো?

না কখনোই আপনার পণ্যটি নষ্ট হবেনা। যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিছু নিয়ম কানুন আছে। যদি আপনার সেগুলো মেনে চলতে পারেন তবে আপনার পণ্যটি নষ্ট হয়ে যাবে না।
১: হ্যান্ড পেইন্টেড পণ্যটি হাতে পেয়ে কিছুদিন রোদে দিবেন। যত রোদ লাগবে ততো রং পাকা হবে।
২: তারপর আয়রন করবেন। তবে সরাসরি রং এর উপর না। পণ্যের উপর কিছু দিয়ে তারপর আয়রন করুন।
৩: যখন কাপড় ধুয়ে দিবেন বেশি সময় সাবান পানিতে ভিজিয়ে রাখবেন না।
৪: কাপড় ধোয়ার সময় রং করা জায়গায় ঘষাঘষি করবেন না।
৫: কাপড় ভালো করে শুকিয়ে আবার আয়রন করুন।
এই নিয়ম কানুনগুলো মেনে কাপড়গুলো ব্যবহার করলেই কাপড় টেকসই হবে। নষ্ট হবেনা।

🌸আমি নওশিন নাওয়াল
ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা থেকে
🌸কাজ করছি
১. হ্যান্ড পেইন্ট পাঞ্জাবী
২. হ্যান্ড পেইন্ট শাড়ি
৩. হ্যান্ড পেইন্ট কূর্তি
৪. হ্যান্ড পেইন্টে  বাচ্চাদের পোশাক
৫. হস্তশিল্পের যাবতীয় পোশাক নিয়ে

“এই পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনোভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করে না।”

এ সংক্রান্ত আরও সংবাদ