মাস্টার ক্লাশ হলো আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

মাস্টার ক্লাশ হলো আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ

।| শামছুন্নাহার সুমা |। সিলেট, ১১ জুলাই ২০২১ : ⭕ Entrepreneurship Master Class 2.0 নিয়ে যত প্রশ্ন জেনে নেই কিছু উত্তর।

🔵  মাস্টার ক্লাশ কি?
✅ মাস্টার ক্লাশ হলো আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ।
🔵 ২.০ কেন??
✅ কারন এর আগে আমরা ১.০ শেষ করেছি।যেখানে ১২ টা ক্লাস ছিলো। ২.০ তে সেই ক্লাস গুলাই রিপিট হবে। কারন যারা মিস করেছে তারা এখন ক্লাস গুলা কমপ্লিট করতে পারবে।
🔵কে ক্লাস নিবেন?
✅ প্রফেসর লারি কক্স।

🔵 টপিক কি?
✅ How to Build A Successful Business.

🔵 মাস্টার ক্লাশ কবে হবে?
✅ ২৪শে জুলাই সকাল ১০ঘটিকা থেকে।

🔵  মাস্টার ক্লাশ কেনো করা হয়?
✅ মানুষের জানার শেষ নাই। বিশেষ করে উদ্যোক্তাদের আরও বেশী জানতে হয় ব্যবসাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে। এই জানার পরিধি যাতে আরও বাড়ে সেইজন্য মাস্টার ক্লাশ করা হয়। একজন উদ্যোক্তার উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে খুটিনাটি বিষয়গুলো লক্ষ রাখতে হয় সেটা বুঝার আর জানার জন্য এই প্রশিক্ষণ।

🔵 মাস্টার ক্লাশতো ইংরেজিতে হয় আমি ইংরেজি বুঝিনা তাহলে কি হবে?
✅ এইবারের মাস্টার ক্লাশের সেশন হবে দুইটা একটা বাংলায় আর একটা ইংরেজিতে তাই বুঝতে সমস্যা হবেনা।

🔵 মাস্টার ক্লাশের কি সার্টিফিকেট পাওয়া যায়?
✅ জি মাস্টার ক্লাশের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেয়া হয় অনলাইনেই।

🔵 মাস্টার ক্লাশের লিংক কোথায় পাবো?
✅ উই সফটওয়্যার  এ  গিয়ে training/seminar/workshop এই লিখাটায় ক্লিক করতে হবে। সেখানে দেখবেন Entrepreneurship Masterclass 2.0 লিখা অপশন আছে। সেটায় ক্লিক করলেই ডিটেইল পেয়ে যাবেন।

সবশেষে বলিঃ
“দেশের টাকা দেশে রাখবো,
আমরা দেশী পন্য কিনবো,
যা কিনি উই থেকেই কিনবো।”
আর “যাকে চিনি তার থেকে কিনি।”

শামছুন্নাহার সুমা
ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর , হবিগঞ্জ
Women and e-Commerce forum – WE

কপি ঃ শিরীন সুলতানা অরুনা  আপু৷