আমার পণ্যের দায়ভার আমারই

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২১

আমার পণ্যের দায়ভার আমারই

।| নুসরাত জাহান মুক্তি |। মিরপুর (ঢাকা), ১৬ জুলাই ২০২১ : আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। পবিত্র জুম্মাবার।

কাজের চাপ কম বেশি মিলিয়ে সমান সমান।
৪টা ডেলিভারি প্যাকিং, এন্ট্রি কমপ্লিট করে নীচে পাঠিয়ে দেয়া হল। সময় মত ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে।
দুপুরে দাওয়াত আছে। তাই বাসায় রান্নার ঝামেলা নেই।
কুরিয়ারে সোর্সিং প্রোডাক্ট গুলো এসে পরে আছে। আনার ব্যবস্থা করতে হবে। কিভাবে আনব চিন্তা করছি। তবে টেনশন করছিনা। ব্যবস্থা একটা হয়ে যাবে ইনশাআল্লাহ।

আমি নুসরাত জাহান মিরপুর কল্যাণপুর থেকে কাজ করছি বিছানার চাদর, বাটিকের শাড়ি, থ্রি পিস আর কিচেন টুকিটাকি নিয়ে।
স্বত্তাধিকারী : স্বরবর্ণ

🎀” আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”🎀