রোববার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. শামসুল আলম

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২১

রোববার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জুলাই ২০২১: ড. শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সদস্য (সিনিয়র সচিব) হিসেবে অবসর নিয়েছেন গত ৩০ জুন। অর্থনীতিতে একুশে পদক পাওয়া এই অর্থনীতিবিদ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ড. শামসুল আলম নিজেই একাধিক গণমাধ্যমকে প্রতিমন্ত্রী পদে তার নিয়োগের কথা নিশ্চিত করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সূচারুরূপে পালন করেছি। তিনি আমাকে নতুন যে দায়িত্ব দিচ্ছেন, তার বিশ্বাস ও আস্থা রেখে সেই দায়িত্বও আমি শতভাগ পালন করার বিষয়ে আশাবাদী। প্রতিমন্ত্রী হিসেবে আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি করেছেন। ২০০৯ সালের ১ জুলাই তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সদস্য (সিনিয়র সচিব) হিসেবে অবসরপ্রাপ্ত, অর্থনীতিতে একুশে পদক বিজয়ী অর্থনীতিবিদ ড. শামসুল আলমকে প্রতিমন্ত্রী পদে তার নিয়োগের খবরে স্বাগত জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আমাদের ও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় পরিকল্পনার রোড-ম্যাপ প্রণয়ন করা জরুরী। আশা করা যায়, সেই কাজটি তিনি করবেন।”