শ্রীমঙ্গলে যুবমৈত্রী ও মাসুমা ব্রিগেডের মাস্ক বিতরণ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

শ্রীমঙ্গলে যুবমৈত্রী ও মাসুমা ব্রিগেডের মাস্ক বিতরণ

সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ১৬ জুলাই ২০২১ : “মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দুরুত্বে থাকুন এবং সুস্থ থাকুন”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুবমৈত্রী মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও মাসুমা ব্রিগেডের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন চা বাগান এবং গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে করোনা প্রতিরোধে ও করোনা সচেতনতা সৃষ্টিতে দিনব্যাপী প্রচার অভিযান চালানো হয়েছে আজ। প্রচার অভিযানে অংশগ্রহণ করেণ বাংলাদেশ যুবমৈত্রী শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, অর্থ সম্পাদক অনুপ ঘোষ, যুব নেতা নিরনেপুর তুলসী প্রসাদ, যুব নেতা শান্ত তাঁতী, যুব নেতা রাকিব এবং মাসুমা ব্রিগেডের পক্ষ থেকে প্রিয়াসা ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

করোনা প্রতিরোধ ও জনসচেতনতায় প্রচার অভিযানটি বাস্তবায়নের জন্য সহযোগিতা করেণ বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাসুমা ব্রিগেডের পৃষ্ঠপোষক ও তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর নির্বাহী পরিচালক কমরেড হিমাংশু মিত্র, যুবমৈত্রী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ এবং যুব মৈত্রী শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড জামাল মুসরাফিয়া।
জীবনের পাঠশালার ফেইসবুক পেইজে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী লগ্নজিতা তিথি, তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সদস্য ঐশী ও সুমা।