সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১
জাহেদা বেগম, বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ জুলাই ২০২১ : আজ রবিবার (১৮ জুলাই ২০২১) দুপুরে ঢাকাস্থ সেগুনবাগিচা স্কুলের সামনে নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপি’র উদ্যোগে দুস্থ নারী-পুরুষদের নগদ অর্থ এবং মাস্ক প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী এবং প্রচার সম্পাদক জাহেদা আক্তার উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ভার্চুয়ালী অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন লুৎফুন নেসা খান এমপি। তিনি বলেন, করোনাকালীন সময়ে দুস্থ মানুষের সাহায্যের জন্য বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন জনসাধারণকে সতর্ক হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পড়ার অভ্যেস বজায় রাখতে বলেন।
উল্লেখ্য গতকাল ১৭ জুলাই সকাল ১১টায় ঢাকার কমলাপুর সরদার কলোনী, মিরপুরের পল্লবী এবং শান্তিনগরে নারী ঐক্য পরিষদের উদ্যোগে দুস্থ নারী-পুরুষদের নগদ অর্থ এবং মাস্ক প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী এবং প্রচার সম্পাদক জাহেদা আক্তার, এ্যাড. তাহমিনা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে গৃহকর্মী, রিক্সা চালক, সুইপার, সবজী বিক্রেতাদের মাঝে নগদ অর্থ এবং মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D