সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১
লিমা (পেরু), ২০ জুলাই ২০২১: বামপন্থী নেতা, স্কুল শিক্ষক পেদ্রো ক্যাস্টিলোকে সোমবার নির্বাচনী জুরি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমুরির তোলা নির্বাচনে জালিয়াতির অভিযোগ পর্যালোচনার পরে এই ঘোষণা দেয়া হয়।
নির্বাচনে মেরুকরণের অভিযোগের ছয় সপ্তাহ পরে ৫১ বছর বয়সী ট্রেড ইউনিয়নিস্ট পেদ্রোকে বিজয়ী ঘোষণা করা হয়।
জেএনই (ন্যাশনাল জুরি অব ইলেকশন) প্রধান জর্জ লুইস সালাস এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘আমি জোসে পেদ্রো ক্যাস্টিলোকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা করছি।’
জুরি ভোট গণনাকে বৈধতা দিয়েছে, ক্যাস্টিলোক ৫০.১২ শতাংশ ভোট পেয়েছেন, যা ফুজিমুরির চেয়ে ৪৪ হাজার বেশী।
২৮ জুলাই এই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহনের কথা রয়েছে।
পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বামপন্থী নেতা, স্কুল শিক্ষক পেদ্রো ক্যাস্টিলোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D