বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের পরলোক গমন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১

বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের পরলোক গমন

ঢাকা, ০১ আগস্ট ২০২১ : আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার পরলোক গমন করেছেন।
করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় মারা যান।
বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামে শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল, আজহারুল ইসলাম অপু, আহমাদ রাসেল, সিলেট জেলা সভাপতি আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা তার আত্মার শান্তি কামনা করেন।