১২ আগস্ট থেকে এইচএসসির ফরম পূরণ শুরু

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

১২ আগস্ট থেকে এইচএসসির ফরম পূরণ শুরু

ঢাকা, ০১ অাগস্ট ২০২১ : আগামী ১২ আগস্ট থেকে ২০২১ সালের এইচসএসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
শনিবার (৩১ জুলাই ২০২১) এ তথ্য জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।

এ বছর বিজ্ঞান বিভাগে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৬০ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০ টাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ