সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১
বিশেষ প্রতিনিধি| শ্রীপুর (গাজীপুর), ০৬ আগস্ট ২০২১ : গাজীপুর প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার) সভাপতি এবং রাহিম সরকার (বিজয় টিভি/দৈনিক জনতা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ অাগস্ট ২০২১) শুধু সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাহিম সরকার পেয়েছেন ২৮টি ভোট এবং রুহুল আমিন সজীব (দৈনিক খবর) পেয়েছেন ১৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন জানান, সভাপতিসহ অন্য ১৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ২৩ জুলাই ওই ১৬ পদের সকল প্রার্থীকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৫১ জন ভোটারের মধ্যে ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন সভাপতি মাসুদুল হক (বাংলাদেশ বেতার), সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক গণমুখ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), দফতর সম্পাদক সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এম এ ফরিদ (দি মর্নিং গ্লোরি)।
নির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), ফজলুল হক মোড়ল (চ্যানেল আই), আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস), হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোস্ট) এবং প্রভাষক আবু বকর ছিদ্দিক আকন্দ (দি ডেইলি স্টার)।
নির্বাচন চলাকালে সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূইয়া নির্বাচন পরিদর্শন করেন। তিনি নির্বাচিত সদস্যসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহিম সরকার ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D