মৌলভীবাজারে ছিন্নমূল মানুষের মাঝে ওয়ার্কার্স পার্টির একবেলার খাবার ও মাস্ক বিতরণ

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

মৌলভীবাজারে ছিন্নমূল মানুষের মাঝে ওয়ার্কার্স পার্টির একবেলার খাবার ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার, ০৬ অাগস্ট ২০২১ : মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের মধ্যে ঘরে তৈরী একবেলার খাবার এবং মাস্ক বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক পরিচালিত “রেড ব্রিগেড”।

শুক্রবার (৬ অাগস্ট ২০২১) খাবার ওঐ মাস্ক বিতরণের সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ।
এ সময় তিনি বলেন, “আমাদেরকে বাঁচতে হলে মাস্ক পরতে হবে, নিরাপদে থাকতে হবে। সরকার যেহেতু ফ্রি-তে গণটিকা প্রদানের ব্যবস্থা করেছে, তাই আমাদের প্রত্যেকের উচিৎ গণটিকা প্রদান কেন্দ্রে গিয়ে নিজ দায়িত্বে টিকা গ্রহণ করা।”

এ সংক্রান্ত আরও সংবাদ