সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১
।| মহিদুর রহমান |। মৌলভীবাজার, ০৭ অাগস্ট ২০২১ : খুব সাধারণ একটা মেয়ে। অনেকটা অন্তপুরের মেয়ের মতোই। তাকে নিয়ে লেখতে গেলে আমার কলমের মুখে ফুলচন্দন পড়বে না নিশ্চিত। কিন্তু তারপরও মেয়েটি আরও দশটা মেয়ে থেকে আলাদা। ছোটবেলা থেকেই তার চোখে মুখে ছিল সম্ভাবনার হাতছানি– স্বপ্নকে অতিক্রম করার স্বপ্ন। সেই স্বপ্নই আজ তাকে পরিণত করেছে এক অন্য মানুষে। এবার সে পাস করেছে এমবিবিএস! এখনও ডাক্তারি পড়া বা পাস করা খুব সহজ কাজ নয়। তবুও কোনো অহংকার নেই– মান অভিমান নেই– তার একটাই কথা সে এলাকায় চিকিৎসা সেবা দিবে। মানুষের উপকার করবে। ‘আমরা কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ হইবো–’ বেগম রোকেয়ার সেই স্বপ্নের ঢেউ আজ এতো দিন পরে হলেও এই বালিগাঁওয়ের মতো গণ্ডগ্রামকেও ছাপিয়ে গেলো। এতক্ষণ যাকে নিয়ে কথা সে আমাদের গাঁয়েরই দুবাই প্রবাসী ফজল মিয়ার বড় মেয়ে ডা. তাহমিদা তানহা রুমি। ফজল মিয়া অতো লেখাপড়া করেননি। কিন্তু লেখাপড়ার মর্মটা তিনি বুঝেন। আর বুঝেন বলেই মেয়ের কৃতিত্বে আজ তিনি ভীষণ গর্বিত। ডাক্তার রুমির জন্য অনন্ত শুভকামনা। রুমিও হতে পারে এই অঞ্চলের নতুন প্রজন্মের জন্য একজন পাইয়োনিয়ার!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D