ভারতীয় ভিসা অফিস পুনরায় খুলছে কাল

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

ভারতীয় ভিসা অফিস পুনরায় খুলছে কাল

ঢাকা, ১০ আগস্ট ২০২১: সরকার চলমান লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহন করায় এখানে ভারতীয় হাইকমিশন আগামীকাল থেকে ভিসা আবেদন গ্রহন করবে।
ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, “লকডাউনের বিধি-নিষেধ তুলে নেয়ায় আমাদের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পুনরায় ১১ আগস্ট ২০২১ থেকে ভিসা কার্যক্রম শুরু করবে।”
এতে বলা হয়, ট্যুরিস্ট ভিসার আবেদন ছাড়া সব আবেদন গ্রহন করা হবে। বুধবার থেকে আইভিএসিতে ভিসার আবেদন করার জন্য আবেদনকারীদের কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
এদিকে উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুই প্রতিবেশী দেশের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর পরিকল্পনা করছে।