নাক দিয়ে করোনা টিকা, ট্রায়াল বাংলাদেশে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

নাক দিয়ে করোনা টিকা, ট্রায়াল বাংলাদেশে

ঢাকা, ১৪ আগস্ট ২০২১ : সিরিঞ্জের মাধ্যমে নয়, এবার নাক দিয়ে টেনে নিলেই করোনা টিকা নেয়া হয়ে যাবে। এমনই অভিনব টিকা আবিষ্কার করেছেন সুইডেনের বিজ্ঞানীরা। পাউডারের মতো নাক দিয়ে নেয়ার এই টিকা ইতোমধ্যে প্রাণীর দেহে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেখানে শতভাগ সফলতা পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা বলছেন। এখন বিজ্ঞানীরা মানব ট্রায়াল করতে চান।
এদিকে সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই টিকা বাংলাদেশেই ট্রায়ালের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ।
বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করা হয়েছে। প্রটোকলও প্রস্তুত করা হয়েছে। দেশে ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে জমা দেয়া হবে। বিএমআরসি অনুমোদন দিলে আগামী মাসে পরীক্ষামূলকভাবে টিকার প্রয়োগ শুরু হবে।
এ বিষয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক ও মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবির বলছেন, গবেষণাটি যদি সফল বলে প্রমাণিত হয়, তাহলে সেটা শুধু করোনার জন্য নয়, অন্যসব টিকা নেয়ার ব্যাপারটিও অনেক সহজ করে দেবে।
উল্লেখ্য, সুইডেনের ক্যারোলিস্কা ইউনিভার্সিটি গবেষণা করে এই টিকাটি আবিষ্কার করেছে। বিশ্বের আরও কয়েকটি দেশ নাক দিয়ে নেয়ার মতো টিকা আবিষ্কারের চেষ্টা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ