১৭ আগস্ট সন্ত্রাসবিরোধী দিবস: দীর্ঘ ২৯ বছরেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার হয়নি

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

১৭ আগস্ট সন্ত্রাসবিরোধী দিবস: দীর্ঘ ২৯ বছরেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার হয়নি

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ অাগস্ট ২০২১ : আগামীকাল সতেরই আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার ২৯তম বার্ষিকী।

১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে সিএমএইচ-এ তার চিকিৎসা ও অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার উদ্যেশ্যে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে কিংস কলেজ হাসপাতালে অপারেশনের পর প্রথমে লন্ডনে ও পরে ব্যাংককে অস্ত্রপচারের পর তিনি ১৯৯৩-এর ১০ জানুয়ারি ঢাকা বিমান বন্দরে বিপুল গণসংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরে আসেন এবং আবার রাজনীতিতে সক্রিয় হন। কমরেড রাশেদ খান মেননের হত্যা প্রচেষ্টার ২৯ বছরেও তার প্রকৃত তদন্ত ও বিচার হয়নি।
পার্টির তরফ থেকে এই হত্যা চেষ্টার পিছনে সেই সময় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত রয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ একটি দায়সারা তদন্ত করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। পরে পার্টির তরফ থেকে পুনঃতদন্তের দাবির প্রেক্ষিতে অধিকতর তদন্তের পদক্ষেপ নেয়া হলেও কোন কাজ হয়নি। পুলিশের দায়েরকৃত ঐ মামলা সম্প্রতি বিচারের জন্য উঠলেও তার পরিণতি নেয়ার কোন সম্ভাবনা নাই।
রাশেদ খান মেননের হত্যা চেষ্টায় সারাদেশে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভের মুখে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি সরকার রাশেদ খান মেননের চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা প্রচার করলেও পরিবার ও পার্টি সহকর্মীদের উদ্যোগেই তার চিকিৎসা হয় এবং এ কারণে হাসপাতালের বিল পরিশোধ করতে তাকে তার বাড়ি বিক্রি করতে হয়।
১৯৯২ সালের ১৭ আগস্ট তাকে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে দেশবাসী বিভিন্ন শ্রেণী অংশের মানুষ যে প্রতিবাদ জানিয়েছিলেন, বিক্ষোভ করেছিলেন এবং তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছিলেন তার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কৃতজ্ঞতা জানিয়েছেন।

আগামীকাল সন্ত্রাসবিরোধী দিবস-এর আলোচনা সভা

আগামীকাল এই উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আগামীকাল ১৭ আগস্ট বিকাল ৫টায় এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক।
বক্তব্য রাখবেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য কমরেড কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নুর আহমদ বকুল ও কমরেড কামরূল আহসান প্রমুখ।