সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ আগস্ট ২০২১ : প্রচলিত ব্যবসার পাশাপাশি এ বছরের ৯ মার্চ ই-কমার্সের ব্যবসায় নামার সিদ্ধান্তনিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেনহারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এজন্যনিজেদের গ্রুপের আইটি কোম্পানি গোল্ডেনহারভেস্ট ইনফোটেকের সঙ্গে যৌথ উদ্যোগেএকটি স্বতন্ত্র কোম্পানি গঠন করা হবে বলেজানানো হয়েছে। এরই ধারাবাহিকতায়কোম্পানিটি গোল্ডেন হারভেস্ট সার্ভাসলিমিটেড নামে একটি ই-কমার্স কোম্পানির উদ্বোধন করেছে।এ কোম্পানিতে গোল্ডেনহারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৪৫ শতাংশমালিকানা রয়েছে।
তথ্যমতে, ই- কমার্সের মাধ্যমে খাদ্য, মুদি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকিটিং সেবাপ্রদান করবে গোল্ডেন হারভেস্ট এগ্রোইন্ডাস্ট্রিজ। ই-কমার্স কোম্পানিতে তালিকাভুক্ত কোম্পানিটি ৫ কোটি টাকাবিনিয়োগের বিপরীতে ৪৫ শতাংশ শেয়ারেরমালিকানা পেয়েছে। আর গোল্ডেন হারভেস্টইনফোটেকের কাছে থাকবে ৫৫ শতাংশশেয়ার।গতকালের পর্ষদ সভায় ৩০ জুনসমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিতআর্থিক বিবরণীর ভিত্তিতে কোম্পানিরসঞ্চিত অর্থ থেকে উদ্যোক্তা পরিচালক বাদেসাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশনগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেরনয় মাসে (জুলাই-মার্চ) গোল্ডেন হারভেস্টের সম্মিলিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২পয়সা, যেখানে আগের হিসাব বছরের একইসময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়েইপিএস হয়েছে ৬০ পয়সা।৩১ মার্চপ্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিটসম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪টাকা ১৫ পয়সা।
অন্যদিকে চলতি ২০২০-২১ হিসাব বছরেরপ্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) গোল্ডেন হারভেস্টের সম্মিলিত শেয়ারপ্রতি লোকসানহয়েছে ৬৩ পয়সা, যেখানে আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসানহয়েছে ২৯ পয়সা, যেখানে আগের হিসাববছরের একই সময়ে ইপিএস হয়েছে ৩৯পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিতশেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৭ পয়সা।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনোলভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছিলগোল্ডেন হারভেস্ট।আলোচ্য হিসাব বছরেকোম্পানিটির সম্মিলিত ইপিএস হয়েছে ৪পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে গোল্ডেন হারভেস্ট। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রোর অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১০৮ কোটি ১৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২২।
এর মধ্যে ৩২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৫ দশমিক ৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ৭০ পয়সা ও ২৪ টাকা ৫০ পয়সা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D