নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেবেন না: পুতিন

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১

নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেবেন না: পুতিন

মস্কো (রাশিয়া), ২১ আগস্ট ২০২১ : তালেবান আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পরপর যে কয়েকটি দেশ কাবুল থেকে গেছে, তাদের মধ্যে রয়েছে রাশিয়া। এ বার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তার বক্তব্য, ‘তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে অন্য দেশগুলোর উচিত নয় নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া।’ খবর আনন্দবাজার অনলাইনের।

শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তালেবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সে অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেনতেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে।’

তালেবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবড় ক্ষমতাশালী দেশের নীরবতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, রাশিয়া তালেবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে। মস্কোয় তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছে তারা। এ নিয়েও হয়েছে অনেক সমালোচনা। কিন্তু পুতিনের কথায়, ‘বাইরে থেকে জোরজবরদস্তি অন্যের রাজনীতি এবং আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেওয়া যায় না।’

এ সংক্রান্ত আরও সংবাদ