সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১
সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২২ অাগস্ট ২০২১ : ‘ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার নেপথ্য রাজনীতি ও আামাদের করণীয়’ শীর্ষক মৌলভীবাজারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির উদ্যোগে ভার্চুয়াল অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অাগস্ট ২০২১) রাত ১০টায় বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন ও নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অালোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অারও বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অাফরোজ অালীসহ অন্যান্যরা।
ইতিহাসের নৃশংসতম ও ভয়াল সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকীতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও অাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে এ আলোচনা সভার প্রধান অালোচক কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “২১ আগস্টের হত্যাকাণ্ডেও ১৫ আগস্টের আদর্শিক কুশীলবরা জড়িত।
আবার ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক গোষ্ঠীগুলির সম্পৃক্ততার বিষয়টি দলিল-দস্তাবেজসহ প্রমাণ করার জন্য তদন্ত কমিশন গঠন করা জরুরী। গোয়েন্দা অনুসন্ধান এবং একাডেমিক গবেষণার মাধ্যমেও বিষয়টি বেরিয়ে আসতে পারে। ঘটনা দুটির পরের ক্রিয়া-প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে অবস্থাগত ও ধারণাগতভাবে এটি আন্দাজ করা যায় যে, দুটি ঘটনায় জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা একই সমান্তরালে অবস্থান করছিল। একই কুশিলবরা ১৯৯২ সালের ১৭ অাগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এ হত্যাচেষ্টার অামরা বিচারে চাই। এখনো দেশি বিদেশি চক্রান্ত চলছে মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দর্শন ও ধারাকে নস্যাৎ করার জন্য। জন্যগণের সামগ্রিক প্রয়োজনেই এ ধারা রক্ষায় পার্টির নেতৃত্বে পরিবর্তন অভিমুখী অসাম্প্রদায়িক বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D