সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
চট্টগ্রাম, ২৯ আগস্ট ২০২১ : “বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় এবং সবাই সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। প্রযুক্তিখাতে অগ্রগতির জন্য প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের গুরুত্বও অপরিসীম।” চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গণিত বিভাগে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা প্রত্যয় ব্যক্ত করে এসব কথা বলেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এলামনাই এসোসিয়েশনের সহযোগিতায় ‘এপ্লিকেশনস অব কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস (সিএফডি)’ শীর্ষক ওয়েবিনার আজ রবিবার (২৯ অাগস্ট ২০২১) সকাল ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।
ওয়েবিনারে প্যানেল স্পিকার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব ইউ আহমেদ এবং চুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী। ওয়েবিনার সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন চবি গণিত এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রকৌশল শিক্ষার প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিতের অবদান অনস্বীকার্য। এজন্য বর্তমানে বাংলাদেশ সরকার বিডিস্টেম-এর মাধ্যমে গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গণিত শাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ একটি শাখা ফ্লুইড ডায়নামিকস। কম্পিউটার প্রযুক্তি ও নিউমারিক্যাল এনালাইসিসের সাহায্য বর্তমানে ফ্লুইড ডায়নামিকস নতুনভাবে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস বা সিএফডি নামে সিম্যুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উন্মুুক্ত করছে সম্ভবনার নতুন দিগন্ত। বর্তমানে প্রকৌশলীরা সিএফডি রিলেটেড সিম্যুলেশন সফ্টওয়্যারের মাধ্যমে কোন ধারণাকে আবিষ্কারের পূর্বেই একটি মডেলে রূপ দিয়ে কার্যকারিতা বিশ্লেষণ করে দেখতে পারেন। চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপনের মধ্যে দিয়ে নতুন নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার চিন্তা-ভাবনা এবং অনেক কিছুতেই এই সিএফডি’কে কাজে লাগানো যাবে।
ওয়েবিনারে প্যানেল স্পিকার হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব ইউ আহমেদ এবং চুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D