সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ সেপ্টেম্বর ২০২১ : শহরের আট ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ অাইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২০২১) সকাল ১১টায় শহরের চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির, সহসভাপতি দেবাশীষ ধর পার্থ ও সহসভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য অজয় দাশ,পরিমল পাল, শামসুল ইসলাম শামীম, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী ও রহিম নোমানী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে আট ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোররাতে এসব দোকান চুরি হয়। ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। চুরি হওয়া দোকানগুলো হলো, মোঃ রিয়াদ হোসেন এর ওয়াটার লিলি ফুড স্টোর, ৬৮ উকিল বাড়ী রোড,শ্রীমঙ্গল, দেবনাথ মেডিকেল হল সোনামিয়া রোড (মিশন রোড) শ্রীমঙ্গল, লিটন দেব এর প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর, রুপসপুর দূর্গাবাড়ী সামনে, মোঃ মিছবা উদ্দিন এর সি লেডিস টেইলার্স আর.কে মিশন রোড, শ্রীমঙ্গল, মোঃ তুহিন চৌধুরীর ছাদ ভ্যারাইটিজ স্টোর, কলেজ রোড, রোমান ধরের পূরবী স্টোর, কলেজ রোড, অপু সরকারের আয়ুস ডিজিটাল স্টুডিও, কলেজ রোড, দেবদাস চক্রবর্তীর সুহাসিনী ফার্মেসী, কলেজ রোড। সংঘবদ্ধ চোরেরা ওই ৮টি দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানানো হয়।
শহরের আট ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ অাইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “শ্রীমঙ্গল শহরের এসব চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অাহবান জানাচ্ছি।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D