শ্রীমঙ্গলে অালোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

শ্রীমঙ্গলে অালোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৩ সেপ্টেম্বর ২০২১ : শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে প্রতিষ্ঠিত ‘অালোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান করলো চা শ্রমিক সন্তান ও লাইট হাউসের স্বত্বাধিকারী সুধীর চাষা।

এ উপলক্ষে অদ্য শুক্রবার (৩ সেপ্টেম্বর ২০২১) বেলা ১১টায় কালীঘাট চা বাগানে পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিতোষ তাঁতীর সঞ্চালনায় ও কালীঘাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার শামসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সুদর্শন শীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, শ্রীমঙ্গলের বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান ‘লাইট হাউস’-এর স্বত্বাধিকারী সুধীর চাষা ও সাবেক পঞ্চায়েত সভাপতি নিরাকার তাঁতী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজেন, অাকাশ, সীমা, রিপন, দীপক, বিদ্যুৎ, প্রাণতোষ, অর্পিতা, বর্ষা, অন্তরা, অজয়, জগৎ, মনোজ, পূজা, হৈমন্তী, রিমান এবং এলাকাবাসী সহ পাঠাগারের সদস্যরা।
বক্তারা বলেন, “নৈতিক ভূমিকা, মানবিক চেতনা, গণমুখী আদর্শবাদ, বিপন্ন মানুষের প্রতি সহৃদয় অবস্থান তৈরীতে পাঠাগার অান্দোলনের গুরুত্ব অপরিসীম।”

শ্রীমঙ্গলে অালোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান

শ্রীমঙ্গলে অালোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান করলো সুধীর চাষা