শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৬ সেপ্টেম্বর ২০২১ : শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (৬-১০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে আজ।

অদ্য সোমবার (৬ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০টায় তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), মৌলভীবাজার-এর ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অায়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ অাহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নেছার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অন্তরা রুদ্র পাল।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা অাহবায়ক শ্যামলী সূত্রধর।
তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর তাপস ঘোষের সঞ্চালনায় ও বিসিক, মৌলভীবাজার-এর উপব্যবস্থাপক প্রকৌশলী মো: মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো: বিল্লাল হোসেন ভূইয়া ও সম্প্রসারণ কর্মকর্তা মো: অামিনুল ইসলাম।

শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দ অামিরুজ্জামান।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ