কোন কিছু পছন্দ হলে দামাদামি না করে কিনে ফেলি

প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

কোন কিছু পছন্দ হলে দামাদামি না করে কিনে ফেলি

ডেইজি মজুমদার | চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর ২০২১: একজন উদ্যোক্তাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই যেমন আর্থিক ব্যয়ের কথায় ধরুন। স্বাভাবিকভাবে আমরা মার্কেটে গেলে কোন কিছু পছন্দ হলে দামাদামি না করে তা কিনে ফেলি, কারনে অকারণে রেষ্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু যখন আমরা উদ্যোক্তা হিসেবে খাতায় নিজের নামটি লেখাই, ঠিক তখনই পরিবর্তনটা ঘটে। প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জ শুরু হয়। আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে টাকা খরচ করি।আগের থেকে অনেক বেশি মিতব্যয়ী হয়ে উঠি। বন্ধুবান্ধবদের নিয়ে আগের মতো হুট করে রেষ্টুরেন্টে খেতে যাই না। বিলাসবহুল পণ্য ক্রয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। সর্বোপুরি আমরা নিজের আর্থিক খরচটা কমিয়ে ঐ টাকা নিজের উদ্যোগেই লাগাতে চাই। তাই না?

আমি ডেইজি মজুমদার। চট্টগ্রামের মেয়ে।
চট্রগ্রামের জামালখান থেকে কাজ করছি, দেশীয় ঐতিহ্য বিভিন্ন ধরনের জামদানী নিয়ে।
এছাড়াও মনিপুরী, হ্যান্ডলুম চুমকি শাড়ী, সিল্ক কাতান এই গুলোতো আছেই।

এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে পরিচিতি পোস্ট করছি। আমার এই পণ্যের দায়ভার আমারই।
‘উই’ কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত না।
স্বত্বাধিকারী Priyonty