সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৮ সেপ্টেম্বর ২০২১: তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার? এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং তথ্য আমার অধিকার,জানতে হবে সবার এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২১) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার।
অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম মহোদয় সচেতন নাগরিক কমিটি(সনাক) শ্রীমঙ্গল টিআইবি কর্তৃক পরিচালিত উপজেলার অধীনে বিদ্যমান ৩৯টি সরকারি প্রতিষ্ঠানসমূহের ওয়েব পোর্টালগুলোর বর্তমান অবস্থা সংক্রান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি বলেন সনাক টিআইবি’র এই পর্যবেক্ষণে দেখা যায়, নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য, ডিও (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) সংক্রান্ত তথ্য ও যোগাযোগ – এ ৭টি বিষয়ের আলোকে ৩৯টি ওয়েবপোর্টাল চেকিং/যাচাই করে মাত্র ১টি ওয়েবপোর্টালে শতভাগ তথ্য পাওয়া গিয়েছে আর তা হলো উপজেলা প্রশাসনের ওয়েব পোর্টাল। অন্যদিকে ৩৯টির মধ্যে ২টি ওয়েবপোর্টালে উল্লিখিত বিষয়সমূহে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি অর্থাৎ হালনাগাদের হার ০%। বাকি ৩৭টির মধ্যে ২৩টি ওয়েবপোর্টালে উল্লিখিত ৭টি বিষয়ে ৫০% এর কম তথ্য হালনাগাদ আছে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১২টি ওয়েবপোর্টালে। এছাড়া ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে অফিস প্রধানের তথ্য ১৪ টি, কর্মকর্তা/কর্মচারীর তথ্য ৩২টি, সেবাসমূহ ১২ টি, যোগাযোগ ২২টি, খবর মাত্র ১টি, নোটিশ বোর্ড মাত্র ১টি প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ পাওয়া গেছে।
আলোচনা সভায় উপস্থিত সকল বিভাগীয় কর্মকার্তার উদ্যেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি জানি শ্রীমঙ্গল উপজেলা প্রতিটি দপ্তরই খুব ভালো কাজ করছেন। কিন্তু আমাদের প্রত্যেক অফিসের যে, একটি ওয়েব পোর্টাল আছে তাতে আমাদের সুন্দর সুন্দর কাজগুলো আপলোড করা হচ্ছে না যার কারনে আমাদের এই কাজগুলো লোকজন ওয়েব পোর্টালে হালনাগাদ দেখতে পাচ্ছেন না।
তিনি সভায় উপস্থিত সকল অফিস প্রধানকে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সকল তথ্য আপডেট করে আপলোড করার নির্দেশনা প্রদান করেন এবং আগামী ২ সপ্তাহের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারি অফিসারগণকে নিয়ে ওয়েব পোর্টাল আপডেট সংক্রান্ত একটি প্রশিক্ষণ আয়োজন করার নির্দেশনাও প্রদান করেন উপজেলা সহকারী প্রোগ্রামারকে। উপজেলা প্রশাসন থেকে উক্ত প্রশিক্ষন সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ।
উক্ত দুটি কাজে তিনি শ্রীমঙ্গল উপজেলার সকল কর্মকর্তাগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সবার আন্তরিক প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলার শতভাগ অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ করা সম্ভব হবে। তিনি সনাক শ্রীমঙ্গলকে ওয়েব পোর্টাল সংক্রান্ত সুন্দর প্রতিবেদন প্রকাশ করার জন্য ধন্যবাদ দেন ।
পরে সনাক শ্রীমঙ্গল, টিআইবি’র পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরেন সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।
১.ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ তথ্য নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে চিঠি ইস্যু করে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবপোর্টাল শতভাগ হালনাগাদের সময়-সীমা নির্ধারণ করা এবং কার্যকর ফলোআপ চলমান রাখা। ২.তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন, ই-মেইল ওয়েবপোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা। ৩.পরিবর্তনযোগ্য তথ্যগুলো নিয়মিত হালনাগাদ রাখতে মাসে একাধিকবার ওয়েবপোর্টাল ভিজিট করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা। ৪.যেসকল প্রতিষ্ঠানের জাতীয় তথ্য বাতায়নের পোর্টাল ছাড়া স্বতন্ত্র ওয়েব সাইট রয়েছে তাদেরকে উক্ত স্বতন্ত্র ওয়েব সাইটটির লিঙ্ক জাতীয় তথ্য বাতায়নে বিদ্যমান নিজস্ব পোর্টালের হোম পেজে যুক্ত করা। ৫.খবর ও নোটিশ বোর্ডে অনেক অফিসের ওয়েব পোর্টালে ২০১৭ সালের পর আর কোন হালনাগাদ তথ্য সংযুক্ত হয় নাই, তাই হালনাগাদ তথ্য আপলোড করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা। ৬.ওয়েব পোর্টালকে জনগণের জন্য কার্যকর করতে জনসম্প্রচার বৃদ্ধি করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন সনাক সদস্য কবিতা রানী দাস, জিডিশন প্রধান সূচিয়াং, স্বজন আহবায়ক দোলোয়র হোসনে মামুন, মোহাম্মদ সাজেদুল হাসান এপি আইসিটি, প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা কারু কলা একাডেমীর অধ্যক্ষ মিহির ভৌমিক, প্রশিক্ষক বকুল রায়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিমাদ্রী লাল ধর, উপাধ্যক্ষ মো. আব্দুস শীদ কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র দাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের সহকারি প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক দিপংকর দে, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা মৎস্য অফিসার সন্তোষ রঞ্জন দত্ত, ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন এবং সাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস গ্রুপ ও সনাক শ্রীমঙ্গল।, টিআইবি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D