সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১
ঢাকা, ০১ অক্টোবর ২০২১ : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (১ অক্টোবর) উদযাপিত হচ্ছে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সকল বয়স ও শ্রেণি-পেশার জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা”।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২১) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে বিশেষ ক্রোড়পত্র। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে ছাপানো হয়েছে বিশেষ পোস্টার ও লিফলেট। এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D