শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কাল

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কাল

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৬ অক্টোবর ২০২১ : অাগামীকাল ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের উপ-নির্বাচন।

নির্বাচন নিয়ে সমগ্র উপজেলায় জনমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কে হতে যাচ্ছেন এবারের উপজেলা চেয়ারম্যান, এ নিয়ে পাড়া-মহল্লায়, হাট-বাজারসহ প্রায় সকল চায়ের দোকানে সরব আলোচনা, তর্ক বির্তক ও হিসাব নিকাশ চলছে।

সমগ্র উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫৭৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।
ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেছে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসিম জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, সব কেন্দ্রে নিরাপদেই ব্যালট বাক্স পাঠানো হয়েছে।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন।
এছাড়াও নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে বলে তিনি জানান।

এবারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেম সাগর হাজরা (আনারস)।