৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সাথে থাকুন : নানক

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সাথে থাকুন : নানক

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ অক্টোবর ২০২১ : “আওয়ামী লীগ গণ মানুষের দল। মানুষের জন্য কাজ করে ভোট চায়। আর সেই ভোটে নৌকা বিজয়ী হয়। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলের মানুষ নৌকায় আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে। এজন্য আওয়ামী লীগ এখানকার মানুষের প্রতি কৃতজ্ঞ। এবারও সেই দাবি নিয়ে আপনাদের কাছে নৌকার জন্য ভোট চাইতে এসেছি। আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সাথে থাকবেন।”

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায়ের সমর্থনে মঙ্গলবার (০৫ অক্টোবর ২০২১) বিকালে শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্বরে অায়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এ আহবান জানান।

তিনি বলেন, ‘আমি উন্নয়নের ফিরিস্তি দিতে আসি নাই, দেশে এখন প্রচুর ষড়যন্ত্র চলছে সব কিছু উপেক্ষা করে, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগ এর ভিতরে থেকে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানবেন না তারা আর কখনও দলে ফিরতে পারবেন না’।

তিনি দাবি করে বলেন, ‘সরকার চা শ্রমিকদের ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এলাকায় সরকারি স্কুল করে দিয়েছে, শ্রমিকদের বিভিন্ন প্রকারের ভাতা দিয়েছে এসব কিছুর বিনিময়ে নৌকা মার্কায় ভোট চাই’।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান ফজলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ।