টানা চতুর্থবারের মত বিসিবির প্রেসিডেন্ট হলেন নাজমুল হাসান পাপন

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

টানা চতুর্থবারের মত বিসিবির প্রেসিডেন্ট হলেন নাজমুল হাসান পাপন

ঢাকা, ০৭ অক্টোবর ২০২১ : অনুমিতভাবেই ‘বোর্ড অব ডিরেক্টরস’ নির্বাচনে পরিচালক হবার জন্য সর্বোচ্চ ভোট অর্জনের মাত্র একদিন পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে আজ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার পর, চট্টগ্রাম বিভাগের পরিচালক আ জ ম নাসির উদ্দিন সভাপতি হিসেবে পাপনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবটি সমর্থন করেন দুই পরিচালক- এনায়েত হোসেন সিরাজ এবং গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
বিসিবি প্রধান হিসেবে তার চতুর্থ মেয়াদ শুরু  করলেন পাপন।
২০১২ সালে সরকার কর্তৃক মনোনীত হবার পর প্রথম দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থার সভাপতি হন নাজমুল হাসান পাপন, যখন তৎকালীন বিসিবির সভাপতি এএইচএম মোস্তফা কামাল আইসিসির সভাপতি হন।

সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

অনুমিতভাবেই ‘বোর্ড অব ডিরেক্টরস’ নির্বাচনে পরিচালক হবার জন্য সর্বোচ্চ ভোট অর্জনের মাত্র একদিন পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ায় নাজমুল হাসান পাপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।