প্রথম আলো সাংবাদিক অরুণ বসু আর নেই

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

প্রথম আলো সাংবাদিক অরুণ বসু আর নেই

ঢাকা, ০৭ অক্টোবর ২০২১: প্রথম আলো সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আর নেই।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) সকাল সাড়ে ৭ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন ।
অরুণ বসু’র অনুজ নীল মণি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ পরলোকগমন করেন তিনি।
আজ দুপুর একটায় সহকর্মী, শুভার্থী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথম আলো কার্যালয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
পরে রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণ নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।

ওয়ার্কার্স পার্টির শোক

প্রথম আলো সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

প্রথম আলো সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।