‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন কাল

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন কাল

নীলফামারী, ০৮ অক্টোবর ২০২১ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হবে কাল।

এ উপলক্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার বেলা আড়াইটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে ‘অন্বেষণ’ নামে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে নীলফামারী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল।
তিনি জানান, আগামীকাল অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ অনুষ্ঠানের বিশেষ অতিথি নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের সাধারণ জ্ঞানভিত্তিক প্রকাশনা ‘অন্বেষণ’ এর মোড়ক উন্মোচন করবেন অতিথিরা।