জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ অক্টোবর ২০২১ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে।

দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় এ পদে নিয়োগ দেয়া হলো তাকে।

শনিবার (৯ অক্টোবর ২০২১) মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

করোনায় আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া এই দলটিতে গত দুই বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এ সংক্রান্ত আরও সংবাদ