জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ অক্টোবর ২০২১ : আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর ২০২১) বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ দিন সকাল ৯টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগের নেতারা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রম প্রতিমন্ত্রী দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করা হবে।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দিবসের কর্মসূচি সফল করতে শ্রমিক লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ