সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১
ঢাকা, ২১ অক্টোবর ২০২১ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ১৯৭১ সালের ডিসেম্বরে ফরাসি ফটোগ্রাফার মার্ক রিবুদের তোলা ছবিগুলোর চলমান প্রদর্শনী বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দুই দেশের মধ্যেকার বিশ্বাস ও বন্ধুত্বের নিদর্শন।
গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপনে এই প্রদর্শনী, যে অবদান রেখেছে, তাতে আমি আনন্দিত। যুদ্ধ শেষের পর থেকেই শুরু সেই বিশ্বাস আর বন্ধুত্বের সম্পর্কে অদ্যাবধি ব্যত্যয় ঘটেনি।
১৬ অক্টোবর ঢাকার স্বাধীনতা জাদুঘরে শুরু হওয়া মার্ক রিবুদের ‘বাংলাদেশ ১৯৭১ : শোক ও সকাল’ শিরোনামে ৫০টি ছবিসহ একক ফটোগ্রাফি প্রদর্শনী ১৬ নভেম্বর শেষ হবে।
প্রদর্শনীটি সোম থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (রবিবার বন্ধ) দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
ম্যাখোঁ প্রদর্শনী নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ছবিগুলোতে মহান মানবতার চিত্র তুলে ধরা হয়েছে, যে ঘটনাবলীর পরিণতিতে বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় ঘটে।
ম্যাখোঁ তার চিঠিতে উল্লেখ করেছেন, মার্ক রিবুদ তখন মুক্তিযোদ্ধাদের ‘মুক্তি বাহিনী’-এর সঙ্গে এক মাস কাটিয়েছিলেন এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় লাভের পর ঢাকায় প্রথম প্রবেশকারীদের মধ্যে একজন ছিলেন।
ফরাসী প্রেসিডেন্ট আরো লিখেছেন, এই অনন্য ছবিগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জনগণের স্বাধীনতা, ভাষা ও তাদের সংস্কৃতি রক্ষা করার প্রশংসনীয় সাহসিকতার চিত্র উঠে এসেছে।
ম্যাখোঁ আরও বলেন, তারা একটি প্রতিশ্রুতিশীল ও দৃঢ়প্রতিজ্ঞ জাতি, যারা সেদেশের জন্য ফ্রান্স এবং ফরাসি জনগণের আগ্রহ প্রত্যক্ষ করেছে, যেমনটি আন্দ্রে মালোরাঁ স্বাধীনতা ঘোষণার ঠিক পরেই প্রকাশ করেছিলেন।
চিঠিতে বলা হয়েছে, এটি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কার এ যাবতকালের অপ্রদর্শিত ছবির এক অনন্য প্রদর্শনী।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D