শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে মৌন মানববন্ধন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে মৌন মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ অক্টোবর ২০২১ : “দৌড়ে পালিয়ে যেওনা, অন্যায়কারী ও দুস্কৃতিকারীদের মোকাবিলা করো”- এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবা আশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে আজ শুক্রবার (২২ অক্টোবর ২০২১) সকালে রামকৃষ্ণ সেবা আশ্রমের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং সারদা সমিতির সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায়, রামকৃষ্ণ সেবা আশ্রমের সাধারণ সম্পাদক দিপক ধর পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুশীল শীল, প্রফেসর নৃপেন্দ্র লাল দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সমীরন সরকার, শম্ভু দত্ত, গৌতম পুরকায়স্থ ও তুষার সরকার।

এছাড়া মানববন্ধনে সারদা সমিতি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ