শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী অাজ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী অাজ

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৮ অক্টোবর ২০২১ : শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী অাজ।

শহীদ রাসেল দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করেছে।অাজ ২৮ অক্টোবর ২০২১ সকাল ১১টায় পার্টির ঢাকা মহানগর কর্তৃক অায়োজিত এ সভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত হন বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খান।
শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী স্মরণসভার আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবে ঢাকায় সকালে পার্টির অফিস চত্বরে শহীদ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ
বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
শহীদ রাসেল অাহমেদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে বাংলাদেশ যুবমৈত্রীর জেলা শাখার উদ্যোগে বিকাল ৩ টায় অালোচনাসভার অায়োজন করা হয়েছে।