সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ নভেম্বর ২০২১ : সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে পরিবহণ ক্ষেত্রে বর্ধিত ভাড়া নির্ধারনের অজুহাত দেখিয়ে নতুনভাবে মানুষের পকেট কাটা নৈরাজ্য ও তামাসা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, মহামারী করোনায় এখন মানুষ দিশেহারা সেই সময় সরকার অবিচারের মতো হটাৎ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে বিপন্ন করে তুলেছে। সবধরনের নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধিসহ পরিবহণ ক্ষেত্রে সরকার ঘোষিত বর্ধিত বাসভাড়া চাপিয়ে দেয়া দেশবাসীর সাথে লুকোচুরি খেলা বলেই মনে করছি। অন্যদিকে রাজধানী ঢাকায় কোন প্রকার পরিবহণই সরকার ঘোষিত নীতিমালা বা ভাড়া নেয়া হচ্ছেনা। আমরা মনে করি সরকার ও পরিবহণ মালিকদের যোগসাজসে নতুন করে মানুষের উপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেবার অপচেষ্টা করা হচ্ছে।
আমরা অনতিবিলম্বে পরিবহণ ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পরিবহন ক্ষেত্রে চলমান নৈরাজ্য বন্ধ করার পাশাপাশি জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D