সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২১ : ‘দুই দফাতেই চল্লিশজনের মত প্রাণহানি, সহিংসতা, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানের হুমকি, প্রশাসনের চূড়ান্ত হস্তক্ষেপ ও টাকার খেলা যদি উৎসবমুখর পরিবেশের ভোটের চেহারা হয় তা’হলে নির্বাচন ব্যবস্থা কি পরিনতি নিয়েছে তা বোধগম্য। নির্বাচন কমিশন স্বীকার না করলেও তারা ইতিমধ্যেই নির্বাচনের দফা রফা করে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসনের কাঁধে দায় রাখতে চাচ্ছে। অথচ ভোটের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীন থাকে। কমিশনের হুকুম মানতে প্রশাসন বাধ্য। আর রিটানিং অফিসারদের আইনগত ক্ষমতাই আছে এসব নিয়ন্ত্রণ করার। নির্বাচনকে এই অবস্থায় নিয়ে আসায় জন্য নির্বাচন কমিশনই দায়ী। সামনের নির্বাচন কমিশনের যদি একই হাল হয় তা’হলে গণতন্ত্রের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।
আজ শনিবার (১৩ নভেম্বর ২০২১) বিকেল ৪টায় শেরপুর নলিতাবাড়ী করোনা প্রতিরোধে গঠিত ‘কমরেড আবুল বাশার ব্রিগেডের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন। মোবাইল ফোনে দেয়া তার ঐ বক্তব্যে করোনাকালে মানুষের পাশে দাড়ানোর জন্য কমরেড আবুল বাশার ব্রিগেডের স্বেচ্ছাসেবদের অভিনন্দর জানান।
মেনন করোনা কিছুটা নিয়ন্ত্রকে এলেও ভয় যে আবার ফিরে আসবেনা তার নিশ্চয়তা নাই। আর সে কারণে শতভাগ টিকা আর মাস্ক পরিধানের বিকল্প নাই। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারও সময়ের দাবি।
শেরপুর কমরেড আবুল বাশার ব্রিগেডের সমন্বয়ক রাজিয়া সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন বলেন, কমরেড বাশার শ্রমিকদের স্বার্থের ব্যাপারে কখনই আপোষ করেন নাই। মালিক শ্রমিক ঐক্যের নামে মালিকদের হয়ে জনগণকে জিম্মি করার পরিবহন খাতে সম্প্রতি ঘটে গেল তিনি বেঁচে থাকলে তা তিনি ঘৃণাভরে প্রত্যাহার করতেন। জনগণকে নিয়ে প্রতিরোধ গড়তেন।
কমরেড জাকির হোসেন রাজু বলেন, দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধির ফলে দরিদ্র খেতমজুর সহ শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে চরম দুর্বিসহ জীবন যাপন করছে।
সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শামশীর, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড রওশনারা বেগম রেখা প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D