তাজরীন দিবস কাল: ক্ষতিপূরণ পেলো না নিহত শ্রমিকদের পরিবার ও পুনর্বাসন করা হয়নি অাহতদের

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

তাজরীন দিবস কাল: ক্ষতিপূরণ পেলো না নিহত শ্রমিকদের পরিবার ও পুনর্বাসন করা হয়নি অাহতদের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ নভেম্বর ২০২১ : আগামীকাল ২৪ নভেম্বর ‘তাজরিন দিবস’। শ্রমিক হত্যাকান্ডের ৯ বছর অথচ আজ পর্যন্ত হত্যাকারী মালিকের সাজা হলো না। ক্ষতিপূরণ পেলো না নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিকদের করা হলো না পূনর্বাসন। শ্রমিকের জীবনের বিনিময়ে যে অর্থনীতির প্রতিটি স্তর নির্মিত, সেই অর্থনীতিতে শ্রমিকের ন্যায্য হিস্যা কতটুকু? যে অর্থনীতি শ্রমিকের জীবনের নিরাপত্তা দেয় না, ক্ষতিপূরণ নিশ্চিত করে না, পূনর্বাসন নিশ্চিত করে না, হত্যাকারীকে সাজার পরিবর্তে নির্বিগ্নে চলার সুযোগ করে দেয়…..সেই অর্থনীতি এবং অর্থনীতির ধারক রাষ্ট্র ব্যবস্থা শ্রমিকের জন্য কতটুকু কল্যাণকর? শ্রমিক কি শুধু জীবন দিয়েই যাবে, অর্থনীতিতে শ্রমিকের ন্যায্য হিস্যা কি নিশ্চিত করবে না রাষ্ট্র? আজও শ্রমিককে মুনাফার আগুনে পুড়ে মরতে হচ্ছে। মালিক, ব্রান্ড-বায়ার এবং রাষ্ট্র কি এর দায় এড়াতে পারে?

প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আগামীর আয়োজন। প্রচারিত হবে আগামী ২৪ নভেম্বর ২০২১ বুধবার রাত ৯টায় “আমার শ্রম, আমার লড়াই” ফেসবুক পেজ থেকে। দেখতে চোখ রাখুন নিচের লিঙ্কে-
https://web.facebook.com/asalbd2020

তাজরীন দিবসে নিহত শ্রমিকদের পরিবারবর্গের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান ও অাহতদের পুনর্বাসনের দাবী জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান