সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ নভেম্বর ২০২১ : শ্রীমঙ্গলে বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন ও প্রাসঙ্গিক বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, এনজিও সংস্থা ‘আইডিয়া’ এবং ‘ওয়াটারএইড বাংলাদেশ’-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য উপস্থাপনা করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও ওয়াটারএইড বাংলাদেশ-এর অ্যাডভোকেসি ষ্পেশালিস্ট রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থা আইডিয়া’র এর নির্বাহী পরিচালক নজমূল হক।
বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়নে স্থানীয় সরকার এবং সহযোগীদের করণীয় তুলে ধরেন ওয়াটারএইড বাংলাদেশ-এর অ্যাডভোকেসি ষ্পেশালিস্ট রঞ্জন ঘোষ ও আইডিয়া’র অ্যাডভোকেসি অফিসার বিশ্বজিৎ দেব রায়।
বক্তব্য রাখেন ওয়াটারএইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, অাশীদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, চা শ্রমিক প্রতিনিধি ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D