সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ নভেম্বর ২০২১ : শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু বেসরকারিভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর ২০২১) সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে স্বতস্ফুর্ত ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রদান করেন ভোটাররা।
সবকয়টি কেন্দ্রের থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (নারকেলগাছ) প্রতীক নিয়ে ৫ হাজার ৯৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৩২ ভোট পান। আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমদ মোবাইল ফোন প্রতীক নিয়ে ২২১ ভোট পান।
রাতে উপজেলা হল রুমে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১নং ওয়ার্ডে মো. আলকাছ মিয়া (উট পাখি), ২নং ওয়ার্ডে আব্দুল জব্বার আজাদ (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে মো. হানিফ চৌধুরী (উট পাখি), ৫নং ওয়ার্ডে মসুদুর রহমান মসুদ (উট পাখি), ৬নং ওয়ার্ডে কাজী আব্দুল করিম (উট পাখি), ৭নং ওয়ার্ডে মীর এম এ সালাম (পাঞ্জাবি), ৮নং ওয়ার্ডে মো. মো. ছাদ উদ্দিন (পাঞ্জাবি) , ৯নং ওয়ার্ডে চয়ন কুমার রায় (উট পাখি) কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ৪ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম সোহাগ।
সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে তানিয়া আক্তার (আনারস)। ৪, ৫ও ৬ নং ওয়ার্ড থেকে রোকেয়া পারভিন (আনারস) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে শাহানা জামান (আনারস) বিজয়ী হয়েছেন।
পৌরসভার ১১টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১ হাজার ৭৭৩ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩২টি ভোট বাতিল হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার মোট ভোটার ছিলেন ২০ হাজার ৯৪ জন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D