সিলেট ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ নভেম্বর ২০২১ : রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহনে হাফ (অর্ধেক) ভাড়ার দাবি না মানা পর্যন্ত বনানী বিআরটিএ ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) দুপুর থেকে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে ছাত্ররা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। বিআরটিএ-র সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৭ নভেম্বর থেকে যখন গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলো তারপর ৮ নভেম্বর থেকেই রাস্তায় হাফ ভাড়ার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। একই প্রেক্ষিতে আজকেও আমরা আন্দোলন করছি।
গত ১১ নভেম্বর ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে বনানী বিআরটিএ ভবনে স্মারকলিপি দিয়ে গিয়েছিলাম। এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত না নিয়ে সময়ক্ষেপণ করেছে, সময় নিয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার ঠিক ১১ দিন পর আজ আমরা আবার বিআরটিএ ভবন এসেছি। তারা মিটিং করেও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি।
শিক্ষার্থীদের ভাষ্য, সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় যখন কলেজ ছাত্র মাইনুদ্দিন মারা গেল, মঙ্গলবার সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ঘোষণা দিলেন ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যে। শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যেই ছাত্ররা পড়ালেখা করে না সারাদেশে ছাত্ররা পড়ালেখা করছে যদি হাফ ভাড়া দিতে হয় একসাথে একযোগে সারাদেশে ছাত্র দের হাফ ভাড়ার দাবি মেনে নিতে হবে। শুধুমাত্র মুখের কথায় হবে না আইন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
আরও পড়ুন: আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
৯ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিআরটিএ ভবনের সামনে ছাত্রদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা।
এই প্রতিবেদন লেখার সময় (বিকেল চারটা) আন্দোলনরত শিক্ষার্থীদের তিনজন প্রতিনিধি বিআরটিএ ভবনে বৈঠক করার জন্য প্রবেশ করেছেন।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহনে হাফ (অর্ধেক) ভাড়ার দাবি না মানা পর্যন্ত বনানী বিআরটিএ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D