মর্যাদায় গড়ি সমতা’ ক্যাম্পেইনের অধীনে বাংলাদেশে প্রথম ‘The Inspiring Women Award’

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

মর্যাদায় গড়ি সমতা’ ক্যাম্পেইনের অধীনে বাংলাদেশে প্রথম ‘The Inspiring Women Award’

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২১ : নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশে নারীরা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্বাধীনতার ৫০ বছরেও পরিবার ও সমাজে নারীর অবদান এবং কাজকে আর্থিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। নারীর কাজকে যথাযথভাবে মূল্যায়ন না করার ফলে নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবার এবং সমাজে নারীর কাজকে আর্থিকভাবে স্বীকৃতি এবং নারীর অবদান মূল্যায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি পরিবার এবং সমাজে নারীর অবদান সঠিকভাবে মূল্যায়ন করা যায়, পরিবার এবং সমাজ নারীর অবদানকে সম্মান ও মর্যাদা দিয়ে থাকে, তবে সমাজে নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য কমে যাবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের ‘মর্যাদায় গড়ি সমতা’ ক্যাম্পেইনের অধীনে, UKAID এর সহায়তায় বাংলাদেশের প্রথম ‘The Inspiring Women Award ’ আয়োজন করছে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন। ফিল্মস ফর পিস ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, যেখানে কোন ধরনের সহিংসতা থাকবে না। সবাই শান্তিতে বসবাস করার সুযোগ পাবে।

বিশ্ব মানবাধিকার দিবসে ‘The Inspiring Women Award ’ এর মাধ্যমে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন বাংলাদেশের ১০ জন নারীকে সম্মান জানাতে চাই, যারা পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেদের সাহস, উদ্যোগ এবং নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং যারা প্রতিনিয়ত অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন।

আপনার পরিচিত নারী, যারা পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদেরকে সম্মান জানানোর জন্য আপনার মনোনয়ন প্রত্যাশা করছি। যারা আদিবাসী, প্রতিবন্ধী, দলিত সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহস, পরিশ্রম এবং নেতৃত্বের মাধ্যমে উদাহরণ স্থাপন করেছেন, এবং যারা পূর্বে কোন স্বীকৃতি পায়নি তাদেরকে মনোনয়নের জন্য উৎসাহিত করছি। আপনি নিজে নিজেকে মনোনয়ন করতে পারবেন।
আপনার মনোনীত নারীর কার্যক্রমের ছবি, যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার এবং তার সম্পর্কে ঊর্ধ্বে ৫০০ শব্দে বাংলা অথবা ইংরেজিতে নিচের গুগল ফরম পূরণ করে, https://forms.gle/wY8gYFghkxDB2gmWA অথবা ই মেইলে iwa@film4peace.org আমাদের কাছে লিখে পাঠান।

২৭ নভেম্বর থেকে ‘The Inspiring Women Award ’ মনোনয়ন শুরু হবে এবং ০৭ ডিসেম্বর শেষ হবে। ০৭ ডিসেম্বর এর পর আর কোনো মনোনয়ন গ্রহণ করা হবে না।

যাদের মনোনয়ন দেয়া যাবে:
 বাংলাদেশী নাগরিক
 বয়স কমপক্ষে ১৮ বছর বা তার বেশি হয়ে থাকে;
 যারা পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেদের সাহস, উদ্যোগ
এবং নেতৃত্বের মাধ্যমে যারা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন;
মনোনয়ন :
‘The Inspiring Women Award ’ মনোনয়নের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জুরি বোর্ড গঠন করা হবে। জুরি বোর্ড নিম্নলিখিত গুণাবলীর জন্য ১০ জন নারীকে‘The Inspiring Women Award ’ এর জন্য মনোনীত করবে।
 শান্তির প্রতিশ্রুতি
যে নারী পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চিন্তা, সাহস, পরিশ্রম এবং ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
 ব্যতিক্রমী নেতৃত্ব
যিনি তার স্বপ্ন ও উদ্ভাবনের মাধ্যমে ব্যতিক্রমী নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন।
 উল্লেখযোগ্য প্রভাব
যার কাজ অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।
‘The Inspiring Women Award’ মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত গোপনীয় এবং আপনার মনোনয়ন সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করা হবে না।
‘The Inspiring Women Award ’এ সম্মানিত নারীদের নাম আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মনোনয়ন জমা এবং সময়সীমা
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ০৭ ডিসেম্বর ২০২১।
যে কোনো তথ্যের জন্য, info@film4peace.org, 01753965666 এ যোগাযোগ করুন।
০৭ ডিসেম্বর পরে প্রাপ্ত মনোনয়নগুলি বিবেচনা করা হবে না।