সিলেট ১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঝালকাঠি, ০৮ ডিসেম্বর ২০২১ : ‘বিজয়ের পঞ্চাশ বছরেও স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই’। মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলেও বৃহদাংশ মুক্তিযোদ্ধাসহ দরিদ্ররাও কর্মহীনতার শিকার। দীর্ঘ সময় ধরে সামরিক শাসন ও স্বৈরশাসন দেশের মানুষকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস মুখস্থ করতে বাধ্য করেছে। এখনও ষড়যন্ত্র থেমে নাই। ইউটিউব খুললেই জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও সংবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য শোনানো হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার ভাস্কর ও মুরাল ধ্বংস করার ঔদ্বত্য দেখা যায়। বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।”
আজ বুধবার (৮ ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা শাজাহান খান এমপি।
প্রধান বক্তা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D